যশোরের ঝিকরগাছায় একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে স্বাধীন (১৯) নামে এক তরুণ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাঁকড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত স্বাধীন মণিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকড়া বাজার এলাকার জাকির বিশ্বাসের নির্মাণাধীন বহুতল ভবনের চতুর্থ তলায় প্লাস্টারের কাজ করছিলেন স্বাধীন। এ সময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাৎক্ষণিক ভারসাম্য হারিয়ে তিনি চারতলা থেকে সরাসরি নিচে পাকা রাস্তার ওপর পড়ে যান। এতে তাঁর মাথায় ও শরীরে মারাত্মক আঘাত লাগে।
দুর্ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় স্বাধীনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জানান, তাঁর মাথার আঘাত অত্যন্ত গুরুতর। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তরের (রেফার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম (Safety Gear) ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা।প
ঝিকরগাছায় চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিক গুরুতর আহত

