যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আবুল কালাম আজাদ ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে স্থানীয় থানায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে লাইনে দাঁড়ান। ইমিগ্রেশন পুলিশের ডাটাবেজে তার তথ্য যাচাইকালে নাম ‘স্টপলিস্ট’-এ (দেশত্যাগে নিষেধাজ্ঞা) অন্তর্ভুক্ত পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ঝিকরগাছা থানায় যোগাযোগ করে তার বিরুদ্ধে বিস্ফোরক মামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পাসপোর্ট যাচাইয়ের সময় তার দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি ধরা পড়ে। পরে জানা যায় তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় গুরুতর মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয় সূত্র জানায়, আবুল কালাম আজাদ এলাকায় সিটি ক্যাবল নেটওয়ার্ক ও ডিশ ব্যবসার আড়ালে প্রভাবশালী হয়ে ওঠেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি ঝিকরগাছা এলাকায় ব্যাপক দাপট দেখাতেন। তার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার এবং নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
বেনাপোল সীমান্তে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

