কোদালিয়া বাজারে পূর্ব শত্রুতার জেরে এনামুল হক (৩৭) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে কোদালিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত এনামুল কোদালিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের মৃত ইসরাইলের ছেলে।
আহত এনামুল এবং তার স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় এনামুল হক কোদালিয়া বাজারের মফিজের মুদি দোকানে বসেছিলেন। সেই সময় একই এলাকার কাওসারের দুই ছেলে— নাইম (২৫) এবং নাফিস (২২)— সেখানে আসে।
পূর্ব শত্রুতার জের ধরে নাইম ও নাফিস এনামুলকে একা পেয়ে তার মাথায় দা দিয়ে কোপ দেয়। দায়ের কোপে এনামুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় এনামুলকে দ্রুত উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা। এরপর তাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এনামুল হক হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবহিত। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ শুরু করেছে।”
যশোরে কোদালিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে দা দিয়ে কোপ

