যশোরে চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাত: রামনগরে যুবককে হত্যাচেষ্টার অভিযোগে চারজন আটক

আরো পড়ুন

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার রামনগর খাঁ’পাড়ায় জাহিদ হোসেন (২৭) নামে এক যুবককে ছুরি দিয়ে এলোপাতাড়ি খুঁচিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো: মৃত শাহাদাৎ আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫), আব্দুল আজিমের ছেলে ইমরান জাহিদ কাব্য (২২), বাবুর ছেলে রহমত উল্লাহ সবুজ (১৫) এবং জুয়েল গাজীর ছেলে অরিয়ান জিহাদ (২৫)। আহত জাহিদ হোসেন রামনগর মুড়লী খাঁ’পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
স্কুলের সামনে ছুরিকাঘাত
শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার রামনগর খাঁ’পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানান, ওই এলাকায় মাহফিল অনুষ্ঠান উপলক্ষে জাহিদ স্কুলের সামনে বসেছিলেন। সেই সময় আসামিদের একজন তার চোখে টর্চ লাইটের আলো মারলে প্রতিবাদ করায় তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে আসামিরা একযোগে চাকু দিয়ে জাহিদের উপর আক্রমণ করে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে জাহিদ মারাত্মকভাবে জখম হন। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত জাহিদকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জাহিদের অবস্থা আশঙ্কাজনক।
আহতের দাবি: চাঁদার জন্যই হামলা
হাসপাতালে চিকিৎসাধীন আহত জাহিদ হোসেনের দাবি, স্থানীয় বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একই এলাকার কাব্য, ইসরাফিলসহ ৩/৪ জন তার পথরোধ করে। এসময় হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে খুঁচিয়ে তার সমস্ত শরীর রক্তাক্ত জখম করে।
জাহিদ আরো জানান, একই গ্রামের কাব্য ও ইসরাফিল প্রায় এক মাস আগে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। কিন্তু তিনি সেই দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়।
পরিদর্শক মমিনুল হক নিশ্চিত করেছেন যে, ঘটনার পরপরই রাতেই পুলিশ অভিযান চালিয়ে চারজন অভিযুক্তকে আটক করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।।

আরো পড়ুন

সর্বশেষ