যশোরে  ওমরাহ হজ প্যাকেজ নিয়ে বিতর্ক:

আরো পড়ুন

: ওমরাহ প্যাকেজের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগকে কেন্দ্র করে মণিরামপুরে আল কাশেম হজ্ব গ্রুপের স্থানীয় প্রতিনিধি এবং এক ওমরাহযাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে মণিরামপুর বাজারের আল কাশেম হজ্ব গ্রুপের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মণিরামপুর বাজারের মাছ ব্যবসায়ী হারুন আর রশীদ (ফারুক) সম্প্রতি এই গ্রুপের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে ওমরাহ পালন করে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই ফারুক অভিযোগ করে আসছিলেন যে, ওমরাহ প্যাকেজে প্রতিশ্রুত সকল ঐতিহাসিক স্থান তাকে ঘুরিয়ে দেখানো হয়নি।
শনিবার সন্ধ্যায় এই বিষয়ে কথা বলতে ফারুক অফিসে গেলে প্রতিনিধি জাহাঙ্গীরের সঙ্গে তার তীব্র বাদানুবাদ শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়।
ওমরাহযাত্রীর দাবি: কাঠের আঘাতে জখম
ওমরাহযাত্রী ফারুকের অভিযোগ, কথা কাটাকাটির সময় প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন অফিসের ব্যানারের কাঠ দিয়ে তার মাথা ও হাতে আঘাত করেন। পরে আশপাশের দোকানদার ও পথচারীরা ছুটে এসে দুজনকে নিবৃত্ত করে পরিস্থিতি শান্ত করেন। আহত ফারুক মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। এ ঘটনায় তিনি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফারুক বলেন, “আমাদের সঠিকভাবে ওমরাহ পালন করানো হয়নি। তারা নেওয়ার আগে একরকম কথা বলেছে, আর নিয়ে গিয়ে অন্যরকম করেছে। আমি হয়রানির শিকার হয়েছি, শুধু সেই সত্য কথাটিই বলেছি।”
প্রতিনিধির পাল্টা অভিযোগ: চাঁদা দাবি
অন্যদিকে, প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেন যে, ফারুক তার অফিসে এসে চাঁদা দাবি করেন। জাহাঙ্গীর হোসেনও এই ঘটনায় ওমরাহযাত্রী ফারুকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশের তদন্ত শুরু
রোববার দুপুরে মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি বর্তমানে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

আরো পড়ুন

সর্বশেষ