দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। অভয়নগরের শামীম শেখ হত্যা মামলার আসামি সাইফুল ফকিরকে গাজীপুর থেকে এবং যশোর সদর থানার আকাশ হত্যা মামলার পলাতক আসামি আল আমিনকে যশোর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার এই অভিযান পরিচালিত হয় বলে র্যাব প্রেস বার্তায় জানিয়েছে।
১. শামীম শেখ হত্যা মামলার আসামি গাজীপুরে আটক
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, যশোরের অভয়নগরে গুলি করে শামীম শেখকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি সাইফুল ফকির (২২) গাজীপুর টঙ্গীপূর্ব থানাধীন জয়দেবপুর এলাকায় আত্মগোপনে আছে।
* গ্রেফতারের স্থান ও সময়: ৫ ডিসেম্বর দিবাগত রাত ৮টা ২০ মিনিটে র্যাবের একটি যৌথ দল অভিযান চালিয়ে সাইফুল ফকিরকে গ্রেফতার করে।
* পরিচয়: সাইফুল যশোরের অভয়নগর থানার রানাগাতি দক্ষিণপাড়ার ইসলাম ফকিরের ছেলে।
২. আকাশ হত্যা মামলার আসামি রেলস্টেশন থেকে গ্রেফতার
অন্যদিকে, র্যাব-৬ এর অপর একটি দল ২০১২ সালের যশোর কোতোয়ালি থানার চাঞ্চল্যকর আকাশ (১৮) হত্যা মামলার একজন পলাতক আসামির তথ্য পায়।
* গ্রেফতারের স্থান ও সময়: ৫ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিটের দিকে যশোর রেলস্টেশন সংলগ্ন রূপসা হোটেলে অভিযান চালিয়ে পলাতক আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়।
* পরিচয়: আল আমিন যশোর সদর থানার তালতলা রায়পাড়ার ইসমাইল হোসেন খোকনের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আন্তঃজেলা অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার: র্যাব-৬ এর সফলতা

