ঝিকরগাছা, যশোর: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিকরগাছায় একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। আজ শনিবার সকালে পৌর এলাকার রেলওয়ে স্টেশনসংলগ্ন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং স্কুল প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই বৈঠকটি বাস্তবায়ন করে সরকার অনুমোদিত নারী ও শিশু উন্নয়ন সংস্থা নিশানা লেডিস ক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম।
উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ:
* প্রধান অতিথি: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক অনিতা মল্লিক।
* বিশেষ অতিথি: অবসরপ্রাপ্ত উপপরিচালক একেএম শফিউল আজম রুমী, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, শিক্ষক নুরুল আমিন মুকুল এবং সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।
বৈঠকে বক্তারা নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।
নারী ও শিশু অধিকার বা স্থানীয় প্রশাসনের কার্যক্রম সম্পর্কিত আরও
নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে ঝিকরগাছায় উঠান বৈঠক

