যশোর কারাগারে অসুস্থ হয়ে বিএনপি নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু:

আরো পড়ুন

: যৌথবাহিনীর অভিযানে আটক হওয়া উজ্জ্বল বিশ্বাস (৩৯) (হাজতি নম্বর-২৮২৪) যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কেশবপুর উপজেলার আলতাপোলের নাজির বিশ্বাসের ছেলে এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার আবিদ আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উজ্জ্বল বিশ্বাসকে কারাগারে হস্তান্তর করা হয়। সেই সময় তিনি অসুস্থ ছিলেন।
* নথিতে উল্লেখ: জেলার জানান, কারাগারের নথিতে উল্লেখ ছিল যে উজ্জ্বল বিশ্বাস গণপিটুনির শিকার হয়েছেন।
* চিকিৎসা ও মৃত্যু: অসুস্থতার কারণে তাঁকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি হঠাৎ আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ১৫ মিনিটের মাথায় তাঁকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
* চিকিৎসকের বক্তব্য: চিকিৎসক জানান, তাঁর শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে উজ্জ্বল বিশ্বাস ছাড়াও জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও নতুন মূলগ্রামের রাসেলকে আটক করা হয়।
* উদ্ধারকৃত সামগ্রী: ওই সময় তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উজ্জ্বল বিশ্বাসের কাছ থেকে বিশেষভাবে একটি রামদা, তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
* আইনানুগ ব্যবস্থা: এসব ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করে শুক্রবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছিল। শুক্রবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়।

আরো পড়ুন

সর্বশেষ