যশোরে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে মোঃ খলিল (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার আরবপুর গোড়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
আহত মোঃ খলিল আরবপুর গোড়াপাড়া গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে ঘরের ভেতরে পারিবারিক বিষয় নিয়ে খলিলের সঙ্গে তার ছেলে নুর আলম (২০)-এর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
কলহের একপর্যায়ে উত্তেজিত নুর আলম রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে এসে বাবার ওপর হামলা চালায়। সে খলিলের দুই হাতের ওপরের অংশে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
আহত মোঃ খলিল বর্তমানে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম জানান, আহত ব্যক্তির দুই হাতেই ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
যশোরে পারিবারিক কলহের জেরে বাবার ওপর ছেলের হামলা:

