উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া, আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

আরো পড়ুন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে বহন করার জন্য কাতার সরকার কর্তৃক পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার ভোরের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিমানটি অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে।
বিমানবন্দর সূত্র ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মাধ্যমে জানা গেছে, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিলেও বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে কাতার সিভিল এভিয়েশন বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক লিখিত অনুমতি পৌঁছায়নি। তবে লিখিত বার্তা আসা মাত্রই অবতরণের অনুমতি প্রক্রিয়া শুরু হবে।
এয়ার অ্যাম্বুলেন্সের আগমনকে ঘিরে ইতোমধ্যে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সুইপিং সম্পন্ন করেছে এবং খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যরাও অবস্থান নিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছালে তারা সেটি পরীক্ষা-নিরীক্ষা করবেন। নিরাপত্তা ক্লিয়ারেন্স পাওয়ার পর এভারকেয়ার হাসপাতাল থেকে মেডিকেল হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে আনা হবে।
এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাচ্ছেন। এই সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—
* প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান
* ব্যক্তিগত চিকিৎসক দল: ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন।
* অন্যান্যরা: হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার।

 

আরো পড়ুন

সর্বশেষ