জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর, কর্তৃক পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা
ডিবি যশোরের এসআই (নিঃ) বাবলা দাস, এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন, ও এএসআই (নিঃ) মোঃ আলী মিয়া-এর নেতৃত্বে একটি চৌকস দল যশোর কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
গত ০৩/১২/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ১৬.৩০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ ০৫নং ওয়ার্ডের বিমানবন্দর সড়কের রেল ক্রসিং-এর পাশে জনৈক মোঃ বাবুল হোসেন-এর ‘বাবুল স্টোর’ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
১. মোঃ জাহিদুল ইসলাম (৪৩)
২. মাহমুদুল হাসান @ মামুন (৩৯)
তাদের হেফাজত থেকে মোট ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়
এ ঘটনায় ডিবি’র এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এজাহার দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিদেরকে ০৪/১২/২০২৫ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
| ১ | মোঃ জাহিদুল ইসলাম (৪৩) | পিতা-মৃত ইউসুফ মন্ডল, মাতা-মোছাঃ আলেয়া খাতুন | সাং-শিকারপুর হাড়াপাড়া, থানা ও জেলা-ঝিনাইদহ সদর |
| ২ | মাহমুদুল হাসান @ মামুন (৩৯) | পিতা-মোঃ কওসার আলী, মাতা-মনোয়ারা খাতুন | সাং-আলহেরা পাড়া, হামদহ, থানা ও জেলা-ঝিনাইদহ সদর |
ডিবি যশোরের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

