যশোর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও আরোগ্য কামনা করে যশোরের ঝিকরগাছায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলা, পৌর যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে ঝিকরগাছা বাজার ব্রীজমুখে এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোবারকপুর ফুরকানি মাদ্রাসার হযরত মাওলানা মুফতি মুশফিকুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ প্রার্থনা করেন। এছাড়াও দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
ঝিকরগাছা যুবদলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে
যশোর-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ইসহাক মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম মনোনয়ন প্রত্যাশী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা ইলাহি টিপু যুবদলের সদস্য সচিব নাজমুল হক পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত রহমান কোমল ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিকরগাছায় দোয়া মাহফিল

