নিজস্ব প্রতিবেদক
যশোরজেলার মৎস্যজীবী দলের পক্ষ থেকে বিরল রোগে আক্রান্ত এক অসুস্থ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকে দলটি বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের মোবারককাঠি গ্রামের শিশুটির বাড়িতে গিয়ে এই সহায়তা পৌঁছে দেয়।
নেতৃবৃন্দ সম্মিলিতভাবে ১২ বছর বয়সী অসুস্থ শিশু সাবিয়া খাতুনের বাড়িতে যান। সাবিয়া খাতুনের বাবা, যিনি ১ নং ওয়ার্ড বিএনপির ত্রাণ ও প্রচার বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, তার হাতে সহায়তা অর্থ তুলে দেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া।
সহায়তা প্রদান শেষে আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া সাংবাদিকদের বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত অসহায় মানুষের সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তাঁর নির্দেশেই আমরা এই অসুস্থ শিশুটির পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের নেতা আসলাম শেখ, নগর মৎস্যজীবী দলের নেতা সোহান বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। মৎস্যজীবী দলের এই মানবিক উদ্যোগকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও স্বাগত জানান।
উল্লেখ্য, শিশু সাবিয়া একটি বিরল রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয়। বর্তমানে শিশুটি খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

