যশোরে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখা উদ্বোধন করলেন এ্যাডিশনাল আইজি আওলাদ হোসেন

আরো পড়ুন

বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালক জনাব এ কে এম আওলাদ হোসেন, কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখাটি যশোরে উদ্বোধন করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) সকালে যশোর শহরের আরএন রোডে এই নতুন শাখাটির উদ্বোধন করা হয়।
সকাল ১১টায় প্রধান অতিথি জনাব এ কে এম আওলাদ হোসেন, এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন) মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম।
পরবর্তীতে বেলা ১২টার সময় তিনি আনুষ্ঠানিকভাবে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব আহসান হাবীব, অফিসার ইনচার্জ কোতোয়ালী থানা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ। এছাড়াও কমিউনিটি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।?

আরো পড়ুন

সর্বশেষ