যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিটন পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৬২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বাবার বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া সাতমাইল আমতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলীয়া গ্রামের মতিয়ার দফাদারের স্ত্রী এবং বাগআঁচড়া আমতলা এলাকার মৃত বেলায়েত গাজীর কন্যা। তিনি দু’দিন আগে তার পিত্রালয়ে (বাবার বাড়ি) বেড়াতে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় হালিমা খাতুন রাস্তা পার হয়ে তার ছোট ভাই রশিদের দোকানের দিকে যাচ্ছিলেন। সেই মুহূর্তে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী লিটন ট্রাভেলস পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নারীর ভাগ্নে জসিম জানান, রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে পিষ্ট করে দেয়।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসীন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার পরপরই পালিয়ে যাওয়া বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।
যশোরের শার্শায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

