যশোর, শার্শা: দল কর্তৃক প্রাথমিক মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্য বিক্ষোভ এবং দলীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান লিটনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব চাওয়া হয়েছে।
দলীয় নির্দেশক্রমে হাসেন (দেলোয়ার হোসেন খোকন) স্বাক্ষরিত এই নোটিশটি ০১ ডিসেম্বর, ২০২৫ তারিখে নুরুজ্জামান লিটনের কাছে পাঠানো হয়।
গুরুতর অসুস্থতার মধ্যেও বিক্ষোভ
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, পূর্বে মৌখিকভাবে নির্দেশ দেওয়া সত্ত্বেও নুরুজ্জামান লিটন তাঁর অনুসারীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে যখন দলের সকল রাজনৈতিক কর্মসূচি স্থগিত ছিল, সেই সংবেদনশীল সময়েই গত ২৯ নভেম্বর, ২০২৫ তারিখে তাঁর অনুসারীরা বিতর্কিত কর্মসূচি পালন করে।
নুরুজ্জামান লিটনের অনুসারীদের দ্বারা পরিচালিত কর্মসূচির মধ্যে ছিল—
* মহাসড়ক অবরোধ
* দলীয় প্রার্থীর বিরুদ্ধে সভা-সমাবেশ
* কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়াসহ ‘বিবেক বিবর্জিত’ কার্যক্রম।
নোটিশে বলা হয়েছে, এই কার্যক্রমের ফলে পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠায় দলের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে, যার দায়ভার সাধারণ সম্পাদক হিসেবে তিনি এড়াতে পারেন না।
দেলোয়ার হোসেন খোকন নির্দেশ দিয়েছেন, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় এমন ব্যর্থতার জন্য কেন নুরুজ্জামান লিটনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব পত্র প্রাপ্তির ৪৮ ) ঘণ্টার মধ্যে তাঁর নিকট জমা দিতে হবে।?

