নিজস্ব প্রতিবেদক:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (আজ) বিকেলে বেনাপোল পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়। শার্শা উপজেলা যুবদল, বেনাপোল পৌর যুবদল এবং অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহিদ ইসলাম।
উপস্থিত নেতৃবৃন্দ:
দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন:
* বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন
* সাধারণ সম্পাদক আবু তাহের ভারত
* যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ
* পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ
* পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমেদ শাওন
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাহফিলে যোগ দেন।
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বেনাপোলে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

