নড়াইলের লোহাগড়ায় ফের উত্তেজনা: গ্রাম্য দ্বন্দ্বে আওয়ামী লীগ নেতার বাড়িতে ঢুকে হামলা, আহত ১

আরো পড়ুন

: নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সর্বশেষ হামলায় গুরুতর আহত হয়েছেন মৃত ইয়ারা আলী শেখের ছেলে পটু শেখ (৪৫)।
আহত পটু শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্বজনদের অভিযোগ, শনিবার (২৯ নভেম্বর) সকালে পটু শেখ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ গ্রুপের নেতা, নাশকতা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা আলামিন ঠাকুর, কাঞ্চন ঠাকুর, আনিস ঠাকুরসহ ১৫-১৬ জন লোক এই হামলা চালায়:
* হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পটু শেখের বাড়িতে প্রবেশ করে।
* তারা তাকে টেনে-হিঁচড়ে বাইরে এনে প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে হাত–পা ভেঙে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
* পটু শেখকে উদ্ধারে এগিয়ে এলে তার স্ত্রীও হামলাকারীদের মারধরে আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা পটু শেখ ও তার স্ত্রীকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পটু শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিতকুমার রায় বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। আহত পটুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনও মামলা দায়ের হয়নি। এলাকায় যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”
হামলার বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আলামিন ঠাকুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরো পড়ুন

সর্বশেষ