নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আরো পড়ুন

লোহাগড়া উপজেলার মহাজন-লোহাগড়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহান মীর (বয়স উল্লেখ নেই) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহান মীর নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সোভারগোপ গ্রামের মনির মীরের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোহান মীর লোহাগড়া-মহাজন সড়কের পাঁচুড়িয়া এলাকায় মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময়:
* সোহান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খান।
* ধাক্কায় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত সোহানকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
* হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন।
* স্বজনরা দ্রুত তাকে যশোরে নিয়ে গেলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির আজ দুপুরে জানান, সড়ক দুর্ঘটনায় আহত সোহান মীরকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ