যশোরের নতুন এসপি: কিশোর গ্যাংসহ সব অপরাধীর বিরুদ্ধে ‘কঠোর অবস্থান’

আরো পড়ুন

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম গতকাল (রোববার) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন।
পুলিশ সুপার স্পষ্ট ভাষায় জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা মাঠে থাকবে এবং কোনো ধরনের অপরাধী চক্রকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নিয়ে এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন। বিশেষ করে থানার এসআই ও ফোর্সের সদস্যরা নির্ঘুম রাত কাটান, যা সবসময়ই প্রশংসার যোগ্য।
তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন:
> “যে কোনো সমস্যা, অভিযোগ বা জরুরি বিষয়ে কেউ যদি থানায় কাউকে না পান, তাহলে সরাসরি আমার নম্বরে কল করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখব।”
শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরুর ঘোষণা দেন নতুন এসপি। তিনি জানান, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাণিজ্যিক এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে

এসপি সৈয়দ রফিকুল ইসলাম হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসন ও জনগণের আস্থা অর্জন করে; কিন্তু মিথ্যাচার বা অপেশাদার আচরণের কোনো জায়গা নেই।
তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখলে যশোরকে আরও নিরাপদ করা সম্ভব।”
মতবিনিময় সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম ফরহাদসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

আরো পড়ুন

সর্বশেষ