: যশোরের মনিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শিমুল রায় (২২) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে তার চাচা, চাচি ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার (৩০ নভেম্বর ২০২৫) সকালে উপজেলার লেবুগাতি ইউনিয়নের হরিদাসকাঠি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। আহত শিমুল রায় স্থানীয় শিবপদ রায়ের ছেলে।
গুরুতর জখম অবস্থায় শিমুলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে শিমুলের সাথে তার চাচাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
* ঘটনার দিন: শনিবার সকাল ৯টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে শিমুলের চাচা গবিন্দ রায় (৫০), চাচি ববিতা রায় (৪০), এবং চাচাতো ভাই প্রান্ত রায় (২৩) শিমুলকে ঘরে ডেকে নিয়ে মারধর শুরু করেন।
* আক্রমণ: মারধরের এক পর্যায়ে চাচাতো ভাই প্রান্ত রায় হাতের ধারালো দা দিয়ে শিমুলের পুরুষাঙ্গ কেটে ফেলার উদ্দেশ্যে আঘাত করেন।
* জখম: শিমুল আত্মরক্ষার চেষ্টা করলে জোরাজুরির মধ্যে তার পুরুষাঙ্গের গোড়া অংশের চামড়া ছিঁড়ে গুরুতর জখম হয়।
* উদ্ধার: আহত অবস্থায় শিমুলের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আঘাতটি অত্যন্ত সংবেদনশীল স্থানে হওয়ায় আহত রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানা গেছে।
যশোরে জমি নিয়ে বিরোধ: চাচা-চাচাতো ভাইদের বিরুদ্ধে যুবকের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টার অভিযোগ

