যশোর-১: প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

আরো পড়ুন

যশোর-১ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মফিকুল ইসলামকে পরিবর্তনের দাবিতে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন পন্থী নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় তারা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেন এবং কাফনের কাপড় পরিধান করে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকারকারী ও মাঠের পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করে হঠাৎ করে সংস্কারপন্থী নেতা মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রার্থী পরিবর্তন না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন।

উপজেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, “বিএনপির মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সে আশায় মাঠে নেমেছি। যদি এই প্রার্থী বাতিল না করা হয়, বিএনপি এই আসনে ঠকে যাবে।”

এক নেতা মহিবুল বলেন, “দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন আমাদের পাশে ছিলেন। তাদের একজন ছাড়া এই আসনে কেউ বিজয়ী হতে পারবে না। আমরা আজীবন ধানের শীষের পক্ষে আছি।”

যুবদল নেতা মনিরুজ্জামান বলেন, “দীর্ঘদিন বাড়িছাড়া হয়েছি, কিন্তু উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাড়িনি। দলের দুঃসময়ে মাঠে না থাকা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া আমাদের মানসপক্ষে গ্রহণযোগ্য নয়।”

বিক্ষোভ শেষে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে বেপক আলোচনা চলছে।

 

আরো পড়ুন

সর্বশেষ