বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। এ পরিস্থিতিতে দেশে ফেরার বিষয়ে রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে নতুন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। প্রধান উপদেষ্টাও দোয়ার পাশাপাশি সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি–বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখাচ্ছেন। বন্ধুত্বপূর্ণ কয়েকটি রাষ্ট্রও উন্নত চিকিৎসা এবং সম্ভাব্য সব সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
তারেক রহমান লিখেছেন, “মায়ের জন্য আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের পরিবার গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। সবার কাছে অনুরোধ, তার আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখবেন।”
দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, “এমন সংকটকালে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও প্রবল। কিন্তু এ সিদ্ধান্ত আমার একার হাতে নয়; রাজনৈতিক বাস্তবতার হিসেবও বিবেচনায় রাখতে হয়।”
তিনি আরও উল্লেখ করেন, “এ বিষয়ে বিস্তারিত বলার সুযোগ সীমিত। তবে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বদেশে ফিরে আসতে পারব বলে আমাদের পরিবার আশাবাদী।”

