বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপি দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে এবং দেশের মাটি ও মানুষের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দেয়। আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধিশালী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার যশোর জেলা শ্রমিক দল আয়োজিত টাউন হল ময়দানের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে শিমুল বিশ্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তিনি শ্রমিকদের জন্য তিন শিফট কর্মব্যবস্থা চালু করেছিলেন, বিদেশে শ্রমিক পাঠানোর সুযোগ সৃষ্টি করেছিলেন এবং তাদের আয় দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতে পরিণত হয়। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রের অর্থ লুট করে বিদেশে বাড়ি-সম্পদ গড়েছেন, তবে ভবিষ্যতে কেউ আর এমন সুযোগ পাবে না।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের অবদান অসামান্য। জুলাই বিপ্লবেও শ্রমিক দলের বহু নেতা-কর্মী জীবন দিয়েছেন। শ্রমিকদের মর্যাদা রক্ষায় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারেক রহমানও ভবিষ্যতে শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান, বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করা এবং প্রতিটি পরিবারের নারী সদস্যের জন্য ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন তিনি।
যশোর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান শিমুল বিশ্বাস।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি ফারাজি মতিয়ার রহমান, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।

