ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের আলাদা সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার (২৯ নভেম্বর) আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের।
অন্যদিকে একই দিনে বিকেল ৩টায় পৌরসভার আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির অপর একটি পক্ষ বিক্ষোভ সমাবেশ আহ্বান করে।
দুই পক্ষের কর্মসূচি ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা বা সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন গুরুত্বপূর্ণ বিবেচনায় ১৪৪ ধারা জারি করেছে বলে জানা গেছে।
আদেশে বলা হয়েছে, “জনসাধারণের জীবন-সম্পদ রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আলফাডাঙ্গা পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকায় শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ থাকবে।”
এই সময়ে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন এবং পাঁচ বা তার বেশি মানুষের একত্রে অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

