ডিসেম্বরে তফসিল, নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি প্রায় শেষ: সিইসি

আরো পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অতিরিক্ত গণভোটকে সামনে রেখে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ তথ্য জানান। তিনি বলেন, “ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সব প্রস্তুতি আমরা প্রায় শেষ করেছি। ইনশাআল্লাহ, জাতিকে সুন্দর, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব।”

সিইসি আরও জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি এবার অতিরিক্ত একটি গণভোটও অনুষ্ঠিত হবে, যা সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে।

তিনি বলেন, “গণভোটে চারটি প্রশ্ন থাকবে, তবে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভিত্তিতে ভোট দেবেন। আইন অনুযায়ী সব প্রশ্ন একসঙ্গে বান্ডেল করা হয়েছে। এটি পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত।”

গণভোট ও নির্বাচন সামনে রেখে তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় শিগগিরই ব্যাপক প্রচারণা শুরু করবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

আরো পড়ুন

সর্বশেষ