যশোরের মহাসড়ক থেকে ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার, আটক ১; আরও ৩ জনের নাম প্রকাশ

আরো পড়ুন

যশোর  প্রতিনিধি: যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদসংলগ্ন বেনাপোল–খুলনা মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল সদৃশ একটি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে বিস্ফোরকটি উদ্ধার করে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
স্থানীয়দের মাধ্যমে খবর
স্থানীয়রা জানান, সড়কের ধারে কালো টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং যৌথ বাহিনীর সহায়তায় বস্তুটি জব্দ করে।
আটক ১, বেরিয়ে এলো আরও ৩ জনের নাম
এ ঘটনায় সন্দেহের ভিত্তিতে শংকরপুর এলাকার আরাফাত ইসলাম অন্তর নামে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে আরাফাত আরও তিনজনের নাম প্রকাশ করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা হলো—গোল্ডেন সাব্বির (২৮), শিপন (২৭) ও মুসা (৩০)। তারা সবাই শংকরপুর বাস টার্মিনাল জোমাদ্দারপাড়া এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো পড়ুন

সর্বশেষ