যশোরে দুই দাবিতে সচেতন মুসল্লি সমাজের বিক্ষোভ: বাউল আবুল সরকারের বিচার ও হিজাব নিষিদ্ধের প্রত্যাহারের দাবি

আরো পড়ুন

খোদাদ্রোহী বক্তব্যের অভিযোগে আটক বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ‘অক্ষর শিশু শিক্ষালয়ে’ হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন মুসল্লী সমাজ।
শুক্রবার জুমার নামাজের পর প্রেসক্লাব যশোরের সামনে থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। মুফতি ওবায়দুল্লাহ সাকি ও আব্দুর রহমানের নেতৃত্বে এতে শতাধিক মুসল্লি অংশ নেন।
প্রধান দাবি
বক্তারা বাউল আবুল হোসেন ইসলাম ধর্মের চরম অবমাননা করেছেন উল্লেখ করে তার দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান।
একইসঙ্গে, বক্তারা অক্ষর শিশু শিক্ষালয়ে ছাত্রীদের হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অসাংবিধানিক দাবি করে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন

সর্বশেষ