নাটকীয় মোড় যশোর বার সমিতির ভোটে: সাবু-গফুরের বিপরীতে ‘লতিফ-ছোট’ ঐক্য পরিষদ, সাধারণ সম্পাদকে ত্রিমুখী লড়াই

আরো পড়ুন

আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে সমীকরণ পাল্টে গেছে। সাধারণত আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা নির্বাচনে সক্রিয় থাকলেও, এবার তারা মাঠে অনুপস্থিত থাকায় মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলগুলোর মধ্যে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শক্তিশালী প্যানেলের বিরুদ্ধে জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের সঙ্গে বামপন্থি গণতান্ত্রিক আইনজীবী সমিতির একাংশের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন জোট— ‘লতিফ-ছোট ঐক্য পরিষদ’। নির্বাচনের মাত্র দু’দিন আগে এই চমকপ্রদ প্যানেল ঘোষণা হওয়ায় সাধারণ আইনজীবীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।
তিনটি রাজনৈতিক ধারা এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২২ জন প্রার্থী ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১. জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (সাবু-গফুর প্যানেল):
* সভাপতি: সৈয়দ সাবেরুল হক সাবু
* সাধারণ সম্পাদক: এম এ গফুর
* এই প্যানেলে পরে বামপন্থি গণতান্ত্রিক আইনজীবী সমিতির দুইজন— সহসভাপতি পদে বাসুদেব বিশ্বাস এবং সহকারী সম্পাদক পদে আশরাফুল আলম যুক্ত হওয়ায় প্যানেলটি পূর্ণতা পায় এবং আরও শক্তিশালী হয়।
২. লতিফ-ছোট ঐক্য পরিষদ (নবগঠিত):
* সভাপতি: আব্দুল লতিফ
* সাধারণ সম্পাদক: আবু মোর্তজা ছোট
* মূলত জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের প্যানেলটি থেকে সাধারণ সম্পাদক প্রার্থী সরে দাঁড়ানোর পর, সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোটকে যুক্ত করে নতুন এই প্যানেল ঘোষণা করা হয়, যা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছে।

আইনজীবীরা মনে করছেন, এবারের নির্বাচনের মূল আকর্ষণ হবে সাধারণ সম্পাদক পদ, যেখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস:
* এম এ গফুর: বর্তমান সাধারণ সম্পাদক ও অভিজ্ঞ নেতা।
* আবু মোর্তজা ছোট: সাবেক সাধারণ সম্পাদক এবং অভিজ্ঞ জনপ্রিয় নেতা।
* কাজী রেফাত রেজওয়ান সেতু: স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তরুণ ব্যারিস্টার। পারিবারিকভাবে ভোটব্যাংক থাকা এবং তরুণ প্রজন্মের সমর্থন তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে।
এছাড়াও, সভাপতি পদে বিএনপি ও জামায়াতপন্থী এই দুটি প্রধান প্যানেলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী জানিয়েছেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে (মাঝে জুমার নামাজের জন্য ১টা থেকে ২:৩০টা পর্যন্ত বিরতি থাকবে)। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৩৬ জন।
সমিতি চত্বরে প্রার্থীদের ব্যানার, পোস্টার ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যোগ্য প্রার্থীর হাতেই নতুন নেতৃত্ব আসবে—এমনটাই প্রত্যাশা সাধারণ আইনজীবীদের।।

আরো পড়ুন

সর্বশেষ