২১ বছরের কারাদণ্ড: পূর্বাচল প্লট দুর্নীতিতে শেখ হাসিনাসহ ২৩ জনের সাজা ঘোষণা

আরো পড়ুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও এই মামলাগুলোতে দণ্ডিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

অবৈধভাবে রাজউকের ৩০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলাগুলো দায়ের করেছিল।
* মোট দণ্ডিত ব্যক্তি: ২৩ জন (পৃথক তিন মামলায় মোট ৪৭ জন আসামি)।
* কারাদণ্ড: শেখ হাসিনাকে প্রতিটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড।
* অন্যান্য উল্লেখযোগ্য আসামি: সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার এবং রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।
আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুরশীদ আলম ছাড়া বাকি সবাই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে রাজউকের আবাসন নীতি লঙ্ঘন করে সরকারি জমি গ্রহণ করেন। ৯১ জনের সাক্ষ্যগ্রহণে প্রমাণিত হয় যে, রাজধানীতে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে তিনি ও তার ছেলে-মেয়ে সরকারি প্লট বরাদ্দ নেন এবং মিথ্যা
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ শাসনামলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে।
জানা যায়, ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে’ ৬০ কাঠার প্লট বরাদ্দের অভিযোগে গত জানুয়ারিতে দুদক মোট ছয়টি মামলা করে। এই ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।
* প্রথম অংশ: শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তিনটি মামলার বিচার একসঙ্গে চলে এবং আজ তার রায় ঘোষণা হলো।
* দ্বিতীয় অংশ: শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে আরও তিনটি মামলার বিচার আলাদা আদালতে চলছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা পরিবারের মামলার রায়ের দিন ধার্য করা হয়েছিল। রেহানা পরিবারের এক মামলার রায় ঘোষণার দিন ধার্য হয়েছে ১ ডিসেম্বর।

আরো পড়ুন

সর্বশেষ