যশোরে দেবরের হামলায় ভাবি গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

আরো পড়ুন

যশোর সদর উপজেলার সাতমাইল এলাকার দোহার পাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দেবরের হামলায় ডলি বেগম নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে কথা কাটাকাটির সময় দেবর নোয়াব আলী হঠাৎ লাঠি নিয়ে ডলি বেগমের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আহতের স্বামী আব্দুল হাকিম অভিযোগ করেন, তার ভাই নোয়াব আলী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ