কানাডায় লোভনীয় চাকরির প্রলোভন: ভুয়া ভিসায় ৩৮ লাখ টাকা হাতিয়ে নিঃস্ব ঝিকরগাছার দুই যুবক

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছা উপজেলার দুই যুবককে কানাডায় উচ্চ বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে প্রায় ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক দম্পতি। ভুয়া কানাডার ভিসা দিয়ে এই প্রতারণা করা হয়েছে। জমিজমা বিক্রি ও বন্ধক রেখে সর্বস্বান্ত হওয়া ভুক্তভোগীরা এখন ন্যায়বিচারের জন্য পথে পথে ঘুরছেন।
ভুক্তভোগী | আলসাবা রাতুল ও শাকিল হোসেন | ঝিকরগাছা, কালিয়ানী গ্রামের যুবক | ৩৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব, বিচারপ্রার্থী |
| অভিযুক্ত দালাল | নাসির উদ্দিন আলতাফ ও শাহানাজ বেগম (স্ত্রী) | কালিয়ানী গ্রামের দম্পতি | ৩৮ লাখ টাকা নিয়ে পলাতক (আলতাফ কুয়েতে) |
যেভাবে ঘটলো প্রতারণা
* টাকা আদায়: অভিযুক্ত দালাল নাসির উদ্দিন আলতাফ ও তার স্ত্রী লোভনীয় বেতনের চাকরির আশ্বাস দেন। ভুক্তভোগীদের কাছ থেকে মোট ৩৮ লাখ টাকা (প্রতিজন ১৯ লাখ টাকা চুক্তি) ব্যাংক অ্যাকাউন্ট ও নগদে গ্রহণ করা হয়।
নেপালে নাটক: আলসাবা রাতুল জানান, ২০২৪ সালের মার্চ মাসে তাদের নেপালে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ভুয়া অ্যাম্বাসি অফিস বানিয়ে ইন্টারভিউয়ের নাটক সাজানো হয়, যাতে তারা সন্দেহ না করেন।
হোটেলে আটকে মুক্তিপণ: নেপালের একটি হোটেলে দুই মাস আটকে রেখে পরিবারের কাছে ফোন করিয়ে চুক্তি বহির্ভূতভাবে অতিরিক্ত এক লাখ করে টাকা (মোট ২ লাখ) আদায় করা হয়।
ভুয়া ভিসা ও পলায়ন: অতিরিক্ত টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের হাতে কানাডার ভিসাসহ পাসপোর্ট তুলে দেওয়া হয়। ওই দিনই দালাল নাসির উদ্দিন আলতাফ কুয়েতে পালিয়ে যান।
ভিসা যাচাই: দেশে ফিরে অনলাইনে যাচাই-বাছাই করে ভুক্তভোগীরা নিশ্চিত হন যে, তাদের হাতে দেওয়া কানাডার ভিসাটি ভুয়া।
ভুক্তভোগী পরিবারের হাহাকার
আলসাবা রাতুলের বাবা আবু সায়েম: ছেলের জন্য জমি বন্ধক ও সুদের ওপর টাকা নিয়ে ১৯ লাখ টাকা দিয়েছিলেন। সুদের টাকা দিতে দিতে তিনি এখন ‘পথে ফকির’ এবং বছরে প্রায় ৫ লাখ টাকা সুদ দিতে হচ্ছে।
শাকিল হোসেনের বাবা হাবিবুর রহমান: আপন ফুফাতো ভাই আলতাফের কথায় বিশ্বাস করে দোকানপাট, জমি-জমা ও গবাদি পশু বিক্রি করে ১৯ লাখ টাকা দিয়েছেন। তিনি বলেন, “আজ আমার আপনজন আমাকে বড় ক্ষতি করলো। পথে বসালো। আমি এর বিচার চাই।”
পুলিশের বক্তব্য
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, কানাডায় পাঠানোর নামে ভুয়া ভিসা দেওয়ার একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন যে মানব পাচার চক্রের সদস্যরা গ্রামের সহজ-সরল মানুষকে টার্গেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে

আরো পড়ুন

সর্বশেষ