যশোরে সুজলা ও সুফলা বীজ ভান্ডারে অনিয়ম: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

আরো পড়ুন

যশোর সদর উপজেলার সাতমাইল (বারীনগর) বাজারের সুজলা বীজ ভান্ডার ও সুফলা বীজ ভান্ডারকে বীজ ও সার বিক্রিতে অনিয়মের অভিযোগে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে সুজলা বীজ ভান্ডারে অভিযান চালানো হয়। বীজ ভান্ডারের মালিক রবিন কুমার রায় বিএডিসির ডিলার হলেও তার দোকানে পর্যাপ্ত টিএসপি সার মজুদ থাকা সত্ত্বেও কৃষকদের কাছে সঠিকভাবে বিক্রি করা হয়নি। বরং মিথ্যা তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়াও দোকানের গুদামে অবৈধভাবে ভারতীয় বীজ, বিশেষ করে রড মিনিকেটসহ বিভিন্ন ব্র্যান্ডের বীজ মজুদ রাখা হয়েছিল। এসব অনিয়মের কারণে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে একই বাজারের সুফলা বীজ ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মালিক স্বপন কুমার দেবনাথও অবৈধভাবে ভারতীয় বীজ মজুদ করে রেখেছিলেন। একই অপরাধে তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ