যশোরে অপরাধে জড়িত পুলিশের নায়েক তোতা আটক, চারটি মামলার আসামি

আরো পড়ুন

যশোরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম তোতা (৩৯) নামে পুলিশের এক নায়েককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে যশোর শহরের মুসলিম একাডেমির পূর্ব পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম তোতা শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের মো. রেজাউল হক ওরফে সোনা সরদারের ছেলে।

শার্শা থানার এসআই হযরত আলী জানান, শহিদুল খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে ছুটিতে এসে তিনি আর কর্মস্থলে ফেরত যাননি। এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ ওঠে। সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

শার্শা থানায় দায়ের হওয়া একটি বোমাবাজি মামলার তদন্তে শহিদুলের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান এসআই হযরত আলী। মামলায় তাকে আটক দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামের বাড়ির কেয়ারটেকার মো. শাহ আলম গত ২৬ ফেব্রুয়ারি শার্শা থানায় বোমাবাজির মামলাটি দায়ের করেন। মামলাটিতে শহিদুল ইসলাম তাতাকেও আসামি করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ