যশোর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুরের বর্তমান এসপি সৈয়দ রফিকুল ইসলাম। অন্যদিকে যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে পদায়ন করা হয়েছে শরীয়তপুরে। বুধবার (২৬ নভেম্বর) দেশের ৬৪ জেলা পুলিশের এসপি পদায়ন ও রদবদল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেই সব জেলার এসপি বদলির জন্য স্বচ্ছ লটারি আয়োজন করা হয়েছিল। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-এ অনুষ্ঠিত ওই লটারিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লটারি শেষে ডিএমপি কমিশনার জানান, লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার নতুন পুলিশ সুপার নির্ধারণ করা হয়েছে। তবে ডিএমপি কমিশনার পদে পরিবর্তন আনবে কি না—সেটি এখনো সরকার সিদ্ধান্ত নেয়নি।
এর আগে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সংসদ নির্বাচনের আগে সারাদেশে সব এসপি ও সংশ্লিষ্ট ওসিদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে আরও ১৫ দিন পর্যন্ত ভোটসংক্রান্ত দায়িত্বে থাকা কোনো কর্মকর্তাকে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া বদলি করা যাবে না। এই বিধান ডিআইজি পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।
নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতির জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

