মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ব্যাংক লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় লকারগুলো খোলা হলে ৮৩২.৫১ ভরি স্বর্ণসহ নানা মূল্যবান সামগ্রী পাওয়া যায়।
সিআইসি অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করে। একইদিন পূবালী ব্যাংকে থাকা তার আরেকটি লকারও খোলা হয়, তবে সেখানে কোনো সম্পদ পাওয়া যায়নি বলে এনবিআর জানায়।
তথ্য মতে, অগ্রণী ব্যাংকের ৭০১ নম্বর লকার খোলার পর ৪ হাজার ৯২৩.৬০ গ্রাম এবং ৭৫৩ নম্বর লকার থেকে ৪ হাজার ৭৮৩.৫৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। মোট ৯ হাজার ৭০৭.১৬ গ্রাম বা প্রায় ৮৩৩ ভরি স্বর্ণ জব্দ করা সম্ভব হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় বিভিন্ন ব্যাংকে তার নামে থাকা লকার ও হিসাবগুলো জব্দ করা হয়।
গত ১০ সেপ্টেম্বর সিআইসি পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারসহ দুটি ব্যাংক হিসাব জব্দ করে। ওই দুই হিসাবে ১২ লাখ টাকার এফডিআর ও ৪৪ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায় এবং তা উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

