দলীয় নির্দেশনা ভঙ্গের অভিযোগে নওয়াপাড়া পৌর বিএনপি সভাপতি আবু নইমকে শোকজ

আরো পড়ুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইমকে শোকজ করেছে যশোর জেলা বিএনপি। দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করা এবং সভা-সমাবেশ আয়োজনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আবু নইমকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আগেই মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে গত ২৪ নভেম্বর নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে তার নেতৃত্বে একটি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে অশালীন বক্তব্য দেন। নোটিশে এটিকে দলীয় শৃঙ্খলা ও নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ