ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই কিশোর আহত হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শেখপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনাঘটে।
নিহত কিশোর মারুফ শৈলকূপার আলমডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক রিফাত আলমডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং অপর কিশোর মোজাহিদ কুষ্টিয়ার হরিপুরের সাবদার আলীর ছেলে। আহত দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন কিশোর মোটরসাইকেলে করে শেখপাড়া বাজার থেকে গাড়াগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শেখপাড়া পাম্পের কাছে পিছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কার পরপরই ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। মারুফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, যেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলেও তিনি জানান।

