উত্তরাঞ্চলে ‘আগুনের’ দামে সবজি, বিপাকে মধ্যবিত্ত

আরো পড়ুন

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন বাজারে সব ধরনের সবজির সরবরাহ বাড়লেও সাধারণ ক্রেতাদের স্বস্তি মিলছে না। শীতকালীন সবজি বাজারে এলেও চড়া দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। বর্তমানে প্রতিটি সবজিই কেজিপ্রতি ৬০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার ঊর্ধ্বে বিক্রি হচ্ছে।
বৃষ্টির অজুহাত, দামের ঊর্ধ্বগতি
ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির কারণে সবজির খেত নষ্ট হওয়ায় এর প্রভাব বাজারে পড়েছে। তবে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধির পরও দাম না কমায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গতকাল বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, খান্দার বাজার, কলোনী বাজারসহ অন্যান্য বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি ) |
বেগুন | ১০০ – ১২০ টাকা |
কাঁচামরিচ | ১৪০ – ১৬০ টাকা |
সিম  | ১২০ টাকা |
| ঝিঙা | ৮০ টাকা |
| শসা, করলা, গাজর | ১০০ টাকা |
| টমেটো | ১৪০ টাকা |
| নতুন পাতা পেঁয়াজ | ৮০ – ১০০ টাকা |
এছাড়াও দেশি পেঁয়াজ ১১০ টাকা, আলু মানভেদে ২০ থেকে ২৫ টাকা হলেও নতুন আলুর কেজি ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পটল, ফুলকপি ও বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, মূলা ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের মধ্যে দেশি আদা ১৬০ টাকা, দেশি রসুন ১৪০ টাকা এবং শুকনা মরিচ ৩০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। বাজারে ডিমের হালি ৪২ টাকা এবং মাংসের দামও বেশ চড়া। দেশি মুরগি ৫২০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা এবং ককরেল মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা সূত্রাপুর এলাকার আমজাদ হোসেন হতাশা প্রকাশ করে জানান, “৬০ থেকে ১০০ টাকার কমে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। বাজারে শীতকালীন সবজি উঠলেও এমন চড়া দামে বিক্রি হওয়ায় আমরা দিশেহারা।”
উত্তরাঞ্চলের অন্যান্য জেলাগুলোতেও সবজির দামের একই রকম ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে মারাত্মকভাবে চাপের মুখে ফেলেছে

আরো পড়ুন

সর্বশেষ