ভারতীয় ইউটিউব চ্যানেলে ‘ভিত্তিহীন’ তথ্য প্রচারের প্রতিবাদে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত

আরো পড়ুন

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক ইউটিউব চ্যানেল “আর ডট বাংলা”-তে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি এই ধরনের কনটেন্টকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার’ বলে অভিহিত করেছেন।
শনিবার (আজ) তাঁর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিএনপি নেতা অমিত অভিযোগ করেন, চ্যানেলটির দুই আলোচক সম্পূর্ণ অযাচিতভাবে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে মিথ্যা ও কাল্পনিক বর্ণনা দিয়েছেন।
‘যশোরে ভারতবিরোধী রাজনীতির ছক’— দাবি অসত্য
অনিন্দ্য ইসলাম অমিত বিশেষ করে যশোরকে কেন্দ্র করে ভারতবিরোধী রাজনীতির ‘ছক কষা হয়েছে’ বলে প্রচারিত দাবিকে ‘নির্জন অসত্য ও কাল্পনিক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, সাম্প্রতিককালে ভারতীয় কিছু গণমাধ্যম ও ইউটিউবভিত্তিক কনটেন্টে বাংলাদেশের রাজনীতি নিয়ে নানা ধরনের আজগুবি গল্প পরিবেশন করা হচ্ছে।
তিনি পাকিস্তানের কোনো নেতার যশোরে আসার কথিত ঘটনার প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, “এটি ‘সিনেমার মতো কাল্পনিক কাহিনী ছাড়া কিছু নয়’।”
মিথ্যাচারে জড়ানো হয়েছে সুপরিচিতদের
বিএনপি নেতা অভিযোগ করেন, এই ইউটিউব কনটেন্টে তার চাচাতো ভাই এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানকে হিজবুত তাহরিরের সদস্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা তিনি ‘অত্যন্ত জঘন্য ও সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন।
এছাড়াও, গবেষণা ও ইসলামী শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘আদ দ্বীন’-এর নির্বাহী পরিচালক ডা. মহিউদ্দিন কয়েক মাস ধরে দেশের বাইরে অবস্থান করলেও, ভারতীয় কিছু গণমাধ্যম তাকে সিসিটিভি ফুটেজে থাকার দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
শেরে বাংলা ফজলুল হকের উক্তি স্মরণ
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশি রাজনীতিবিদদের চরিত্রহননে কল্পকাহিনীভিত্তিক ‘সরস গল্প’ তৈরি করছে। এতে আমি বিচলিত নই; বরং জনগণ এসব অপপ্রচারের প্রকৃতি বুঝে ফেলেছেন।”
এই প্রসঙ্গে তিনি অবিভক্ত বাংলার কিংবদন্তী নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের একটি বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দেন, যা আধুনিক সময়েও ভারতীয় মিডিয়ার ‘অপসংস্কৃতি’ রয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।
বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীকে “দুর্গন্ধযুক্ত, মিথ্যাচারনির্ভর ভিউ–নির্ভর কনটেন্ট ক্রিয়েটরদের” বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ