কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৪০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫) রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রেফাজুল ইসলাম একই এলাকার জামাত আলীর ছেলে। আহত ব্যক্তির নাম লালন মন্ডল (৫০), যিনি স্থানীয় একজন চা বিক্রেতা। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রেফাজুল ইসলাম রায়টা পাথরঘাটা এলাকার একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলামের মৃত্যু হয়।
একই সময় ঘটনাস্থলে থাকা স্থানীয় চা বিক্রেতা লালন মন্ডলকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
আহত লালন মন্ডলের বড় জামাই অনিক জানান, তার শ্বশুর খুবই গরিব মানুষ এবং সেখানে চা বিক্রি করতেন। ঘটনার সময় তিনি পাশেই মাছ ধরা ছেলেকে আনতে যাচ্ছিলেন। সেই সময়েই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) একরামুল হক জানান, আহত লালন মন্ডলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁর শরীরে গুলির কোনো আলামত পাওয়া যায়নি এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। তিনি ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ দ্রুত এ বিষয়ে তদন্ত করছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

