এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে ঘটল নাটকীয়তা। ভারত ‘এ’ দলের বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুপার ওভারে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে উঠলো বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলছিল—একবার ভারত তো আরেকবার বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (১৯৪) হওয়ায় ম্যাচ গড়ায় শ্বাসরুদ্ধকর সুপার ওভারে।
স্কোরবোর্ডের ঝলক: হাবিবুর ও মেহরবের তাণ্ডব
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের বড় স্কোর গড়ে। ওপেনিংয়ে জিসান (১৪ বলে ২৬) ঝড় তুললেও ইনিংসের ভিত গড়ে দেন হাবিবুর। ৪৬ বলে ৬৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে ইনিংসের শেষ দিকে মূল তাণ্ডব চালান এসএম মেহরব হোসেন এবং ইয়াসির আলী। এই জুটির বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ১২ বলে আসে অবিশ্বাস্য ৫০ রান! মেহরব মাত্র ১৮ বলে ২টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৪৮ রানে অপরাজিত থাকেন।
ভারতের বোলারদের মধ্যে সুযশ শর্মা (৪ ওভারে ১৭ রানে ১ উইকেট) মিতব্যয়ী থাকলেও বিজয়কুমার ৪ ওভারে ৫১ রান খরচ করেন। গুরজাপনিত সিং ৩৯ রানের বিনিময়ে নেন ২ উইকেট।
ভারত ‘এ’ দলের লড়াই
১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতও শুরু থেকেই কড়া জবাব দিতে থাকে। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮) এবং প্রিয়াংশ আর্যর (২৩ বলে ৪৪) ঝোড়ো ব্যাটিংয়ে একসময় ভারতই ছিল চালকের আসনে। শেষদিকে জিতেশ শর্মা (৩৩) এবং আশুতোষ শর্মা (১৩) দলের জয়ের জন্য লড়াই চালান।
শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৪ রান। আকবর আলীর বলে তারা ৩ রান নিতে সক্ষম হলে ম্যাচটি টাই হয়ে যায় এবং গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান এবংজ আবু হায়দার রনি ২টি করে উইকেট নেন।
।সুপার ওভারের রোমাঞ্চ
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে ভারত। কিন্তু রিপন মন্ডলের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম দুই বলেই পরপর ২ উইকেট হারায় ভারত। জিতেশ শর্মা এবং আশুতোষ শর্মা দুজনেই শূন্য রানে আউট হলে, ২ বল খেলেই কোনো রান না করে অলআউট হয় ভারত। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান!
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন ইয়াসির আলী রাব্বি! তবে এরপর সুয়াশ শর্মার একটি ওয়াইড বলের কল্যাণে বিজয়ী হয় বাংলাদেশ।
এই রুদ্ধশ্বাস জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল। শিরোপা জয়ের লক্ষ্যে আগামী রোববার শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের মুখোমুখি হবে বাংলার প্রতিনিধিরা
রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’! সুপার ওভারে ভারতকে হারাল টাইগাররা

