যশোর প্রতিনিধি
ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, তারা বাংলাদেশে এক নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে চান। তিনি অভিযোগ করেন, এদেশের রাজনীতিবিদেরা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছেন এবং ক্ষমতায় গেলে সাধারণ মানুষের খোঁজ রাখেন না, যা দেশকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে। ভিপি কায়েম বলেন, তাদের রাজনীতি হবে “গরীবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য”।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক গণ-সমাবেশে তিনি এসব কথা বলেন।
মূল বক্তব্য ও দাবি
* স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন: চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান তিনি।
* জুলাই বিপ্লব ও মুক্তি: জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেলেও গত ৫৪ বছরে মানুষের মুক্তি মেলেনি বলে মন্তব্য করেন। “যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন সংগ্রাম চলবে” বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
* ভোটের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা: তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার।
* নব্য ফ্যাসিস্টদের হুঁশিয়ারি: নির্বাচন হওয়ার আগেই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার ঘোষণা দেওয়ায় তিনি সমালোচনা করেন। কেন্দ্র দখল বা কোনো প্রকার ম্যাকানিজম করার চেষ্টা হলে ভয়াবহ পরিণতি হবে এবং নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়ার হুঁশিয়ারি দেন।
* শেখ হাসিনার সমালোচনা: তিনি শেখ হাসিনাকে “খুনি হাসিনা” আখ্যায়িত করে বলেন, খুনি হাসিনার রাজনীতি এবং তার দোসরদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। শুধুমাত্র বাংলাদেশপন্থীরাই রাজনীতি করবে।
* জুলাই বিপ্লবে অংশগ্রহণ: জুলাই বিপ্লবের শুরু থেকেই যুক্ত থাকার কথা জানিয়ে তিনি বলেন, যখন তারা যৌক্তিক আন্দোলন করছিলেন, তখন তাদের “রাজাকার ট্যাগ” দিয়ে দমানোর চেষ্টা হয়েছিল। তিনি জুলাইয়ের যোদ্ধা মসলেহ উদ্দিন ফরিদ-এর প্রশংসা করেন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তাকে দরকার বলে জানান।
সমাবেশে যারা ছিলেন
* প্রধান অতিথি: জামায়াতে ইসলামী মনোনীত যশোর ২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ।
* বিশেষ অতিথি: ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর ৩ (সদর) আসনের প্রার্থী আব্দুল কাদের, যশোর ১ (শার্শা) আসনের প্রার্থী আজিজুর রহমান ও যশোর-৫ আসনের প্রার্থী গাজী এনামুল হক, জামায়াত নেতা গোলাম কুদ্দুস প্রমুখ।
* সভাপতিত্ব: ঝিকরগাছা উপজেলা আমীর আব্দুল আলিম।
* বক্তব্য: যশোর জেলা পশ্চিমের মো. ইসমাইল হোসেন।
* সঞ্চালনা: ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।

