যশোর বার নির্বাচনে নাটকীয় মোড়: লইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আরো পড়ুন

যশোর আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে নাটকীয় মোড় এসেছে। লইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার মোহসীন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।নতুন মেরুকরণের আভাস
মনিরুল ইসলামের প্রত্যাহারের ফলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ বদলে গেছে। ইতোমধ্যে জামায়াত-সমর্থিত আইনজীবীদের ভোট নিজেদের পক্ষে টানতে অন্য প্রার্থীরা নতুন করে প্রতিযোগিতায় নেমেছেন।
আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, এদিন মনিরুল ইসলাম ছাড়া আর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
আসন্ন নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি প্রধান পদের জন্য:
১. সভাপতি পদপ্রার্থীরা:
* জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম: সৈয়দ সাবেরুল হক সাবু
* লইয়ার্স কাউন্সিল: আব্দুল লতিফ
২. সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা:
মনিরুল ইসলামের প্রত্যাহারের পর সাধারণ সম্পাদক পদে এখন ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে:
* জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম: এম. এ. গফুর (বর্তমান সাধারণ সম্পাদক)
* স্বতন্ত্র প্রার্থী: আবু মোর্ত্তজা ছোট (বর্তমান সভাপতি)
* স্বতন্ত্র প্রার্থী: ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু (প্রয়াত কাজী আব্দুস শহীদ লালের ছেলে)

আগামী ২৮ নভেম্বর যশোর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
* ভোটের স্থান: সমিতির ১ নম্বর ভবন মিলনায়তন।
* ভোটগ্রহণের সময়: সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত (জুম্মার নামাজের বিরতি ছাড়া)।
* মোট ভোটার: এবারের নির্বাচনে মোট ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরো পড়ুন

সর্বশেষ