নারায়ণগঞ্জ: শুক্রবার (২১ নভেম্বর) সকালে সারাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ সময় একটি দেয়াল ধসে পড়লে চাপা পড়ে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির মা ও এক প্রতিবেশী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে যখন ভূমিকম্প অনুভূত হয়, তখন নিহত শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম ঘটনাস্থল দিয়ে ভুলতা-গাউছিয়া সড়কে যাচ্ছিলেন।
ঠিক সেই মুহূর্তে, সড়কের পাশের একটি দেয়াল আকস্মিকভাবে ধসে পড়ে তাদের ওপর।
* নিহত: শিশু ফাতেমা।
* আহত: মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

