স্থগিত যশোর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন: আদালতের আদেশে ভেস্তে গেল প্রস্তুতি

আরো পড়ুন

: নির্বাচনের একদিন আগে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান (দাহ্য পদার্থ ব্যতিত), ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছেন আদালত। আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক এস. এম. আশিকুর রহমান এই নির্বাচন স্থগিতের আদেশ দেন। সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন
শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হওয়ার মুহূর্তে সংগঠনের সদস্য লুৎফর রহমান ছোটকে প্রধান করে আরও আটজন সদস্য বর্তমান কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে আদালতে মামলা করেন।
* মামলার প্রথম ধাপ: সিনিয়র সহকারী জজ (সদর) আদালতে নির্বাচন স্থগিতের আবেদন জানালে বুধবার বিচারক সুধাংশু শেখর রায় তা খারিজ করে দেন।
* আপিল ও স্থগিতাদেশ: বৃহস্পতিবার বাদীপক্ষ ওই রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতে আপিল করে। আদালতে দুই পক্ষের উপস্থিতিতে বিকেল ৩টায় শুনানি শেষে বিচারক নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। স্থগিতের কারণ ও অভিযোগ
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, নির্বাচন স্থগিতের মূল কারণ ছিল বর্তমান কমিটির বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগ:
* গঠনতন্ত্র লঙ্ঘন: গঠনতন্ত্র না মেনে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার অভিযোগ ছিল।
* অন্যান্য অভিযোগ: ভোটার তৈরিতে অনিয়ম, টাকা আত্মসাৎ এবং মৃতভাতা প্রদানে অনিয়মসহ নানা অভিযোগ আনা হয়েছিল।
আদালত এই অভিযোগগুলো আমলে নিয়ে মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন।

* নির্বাচনের দিন ধার্য ছিল: শুক্রবার (২১ নভেম্বর)।
* স্থান: যশোরের বাদশা ফয়সাল ইসলামী ইন্সটিটিউশন।
* ভোটার সংখ্যা: ৫ হাজার ৪শ’ ৩ জন।
* প্রার্থী সংখ্যা: ১৭টি পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
আদালতের আদেশ পাওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

আরো পড়ুন

সর্বশেষ