ফখরুলের আহ্বান: জামায়াতকে ষড়যন্ত্রের পথ ছেড়ে ‘ভালো হতে হবে’

আরো পড়ুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ষড়যন্ত্রের পথ পরিহার করে ভালো হওয়ার’ আহ্বান জানিয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত প্রসঙ্গে ফখরুল
সমাবেশে মির্জা ফখরুল স্পষ্টভাবে বলেন যে বাংলাদেশের মানুষ জামায়াতকে বিশ্বাস করে না এবং তাদের ভোট দেবে না। তিনি হুঁশিয়ারি দেন, “এমনকি নির্বাচন না হলে তাদের অস্তিত্বও টিকবে না।”
নির্বাচন ও দেশের ভবিষ্যৎ
নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দিয়ে বিএনপির মহাসচিব মন্তব্য করেন, নির্বাচন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তাঁর মতে, “নির্বাচন যত দেরি হবে, দেশ তত দুর্বল হবে।”
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দেশকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে। ফখরুল প্রশ্ন তোলেন, “এক বছর ধরে ঐকমত্য কমিশনে আলোচনার পরও একটি দল পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে। দেশের মানুষ তো এটা বোঝে না। কার ইঙ্গিতে এসব চাপানো হচ্ছে?”
পানি সমস্যা ও ভারত-বাংলাদেশ সম্পর্ক
ভারত থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্দোলনের উপর গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল। তিনি উল্লেখ করেন, মওলানা ভাসানীর পর খালেদা জিয়াই ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা দাবি করেছিলেন।
> “পানির হিস্যার আন্দোলন আরও জোরদার রাখতে হবে। আন্তর্জাতিক মহলকে বুঝাতে হবে, পানির হিস্যা আমাদের ন্যায্য অধিকার, কারও দয়া নয়।”
>
ফখরুল সতর্ক করে বলেন, আগামী সরকার শক্তিশালী না হলে পদ্মা আরও ক্ষতিগ্রস্ত হবে। তিনি ঘোষণা করেন, যতক্ষণ না পানির ন্যায্য হিস্যা পাওয়া যাচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি দেখতে চায় না।”
নেতাকর্মীদের প্রতি আহ্বান
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টরা যাতে আর মাথা তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। মির্জা ফখরুল দৃঢ়তার সাথে বলেন, “শেখ হাসিনাকে দেশে ফেরত আসতে দেবে না দেশের মানুষ।”

আরো পড়ুন

সর্বশেষ