খেলাধুলার মাধ্যমেই বিশ্ব পরিচিতি সম্ভব, দেশ গঠনে কাজ করবে বিএনপি: অধ্যাপক নার্গিস বেগম

আরো পড়ুন

যশোর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শুধুমাত্র খেলাধুলার মাধ্যমেই বিশ্ব দরবারে দেশের পরিচিতি বাড়ানো সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই এবং এটি সন্তানদের মাদক থেকে দূরে রাখতেও সহায়ক।
রোববার বিকেলে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া মুন্সি মেহের উল্লাহ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শহীদ মঈন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষা ও ক্রীড়া খাতে ব্যাপক অগ্রগতির প্রতিশ্রুতি
অধ্যাপক নার্গিস বেগম তার বক্তব্যে বিএনপিকে একটি ক্রীড়া–বান্ধব ও শিক্ষা–বান্ধব দল হিসেবে আখ্যায়িত করেন।
তিনি অঙ্গীকার করে বলেন, “আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও ক্রীড়া খাতে ব্যাপক অগ্রগতি সাধন করা হবে।”
তিনি আরও বলেন, “খেলাধুলার সাথে যুক্ত থাকলে আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখা সম্ভব।”
ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা
অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আসন্ন জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “ধানের শীষে ভোট দেওয়া মানে দেশের মানুষের ভাগ্যোন্নয়নের পক্ষে রায় দেওয়া।” এ সময় তিনি সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও তুলে ধরেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কামাল।
অনুষ্ঠানে যশোর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যশোর জেলা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মিজানুর রহমান, বিএনপি নেত্রী শেলিনা পারভীন শেলীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ