রাউজানে বিএনপি’র ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

আরো পড়ুন

: চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।
আহতদের পরিচয়:
গুলিবিদ্ধ পাঁচজনই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা। তাদের সাংগঠনিক পরিচয় নিম্নরূপ:
* আবদুল্লাহ সুমন (উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক)
* মোহাম্মদ ইসমাইল (বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি)
* খোরশেদ আলম চৌধুরী (ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক)
* রবিউল হোসেন রুবেল (ইউনিয়ন যুবদলের সহসভাপতি)
* মোহাম্মদ সোহেল (বিএনপি কর্মী)
গুরুতর আহত সুমন
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধদের মধ্যে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক। তার বুকে গুলি লেগেছে বলে জানা গেছে। আহত চারজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হামলা ও পুলিশের ভূমিকা
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর খবর পাওয়া গেলেও, বিষয়টির বিস্তারিত জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া মেলেনি। ঘটনার কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন

সর্বশেষ