মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক দম্পতির মর্মান্তিক মৃত্যু

আরো পড়ুন

যশোরের মণিরামপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক দম্পতি প্রাণ হারিয়েছেন। বুধবার (৫ নভেম্বর, ২০২৫) দুপুর ১টার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাকোশপোল বাজার এলাকায় একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়:
* রনজিত কুমার দাস (৪৯): মণিরামপুর উপজেলার বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ. আর. মহিলা কলেজের প্রভাষক।
* পাপিয়া দাস (৪০): তার স্ত্রী, পেশায় জনস্বাস্থ্য কর্মী।
* তাদের বাড়ি উপজেলার চাঁদপুর-মাঝিয়ালী গ্রামে।
দুর্ঘটনার বিবরণ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাষক রনজিত কুমার দাস তার স্ত্রী পাপিয়াকে সাথে নিয়ে হেলমেট পরে মোটরসাইকেলে করে ঝিকরগাছা থেকে মণিরামপুর বাজারের দিকে আসছিলেন। তারা সদর ইউনিয়নের বাকোশপোল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তারা দুজনই ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
উদ্ধার ও আইনি পদক্ষেপ:
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দম্পতিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, দুর্ঘটনায় জড়িত পাওয়ার টিলারটি আটক করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ